কপ২৭ ও কার্বন নিঃসরণের বৈশ্বিক উদ্যোগ
মিসরীয় শহর শারম-আল-শেখে জাতিসংঘের উদ্যোগে ২৭তম জলবায়ু সম্মেলন (কপ২৭ বা কনফারেন্স অব পার্টিজ-২৭) শুরু হয়েছে। বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত আছেন। এবারের সম্মেলনে অভিযোজন, অর্থায়ন, টেকসই জ্বালানি, নেট জিরো, লস অ্যান্ড ড্যামেজ, ও জীববৈচিত্র্য নিয়ে আলোচনা হচ্ছে।…